বাংলাদেশকে ৮ উইকেটে হারাল ভারত
এশিয়া কাপের ফাইনালে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ১২০ রান করে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১২১ রানের লক্ষ্যে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় ভারত।
এর আগে, বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হওয়ায় ২০ ওভারের ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়েছে ১৫ ওভারে। এর পর বাংলাদেশ ব্যাটিং এ নেমে শুরুটা ভাল হলেও। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে। একসময় চাপে পরে যায় বাংলাদেশ। সেই চাপ থেকে দলকে তুলে আনতে মাহমুদুল্লাহ আপ্রান চেষ্টা করতে থাকে ৪ এবং ৬ এর মাধ্যমে শেষ প্রর্যন্ত ১২০ রানের একটি ভাল অবস্থানে পৌছে দেয় বাংলাদেশকে।
চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। মোহাম্মদ মিথুনের পরিবর্তে খেলেছেন অলরাউন্ডার নাসির হোসেন। এ ছাড়া স্পিনার আরাফাত সানীর পরিবর্তে এসেছেন পেসার আবু হায়দার রনি।
ফাইনাল এর আগেও বাংলাদেশ খেলেছে। শুধু আন্তর্জাতিক ক্রিকেট বিবেচনায় নিলে বাংলাদেশ এর আগে দুইটি ফাইনাল ম্যাচ খেলেছে। দুইটিই ছিলো ওয়ানডে টুর্নামেন্ট। প্রথমটি ২০০৯ সালে। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে খেলেছিলো বাংলাদেশ। সেখানে জিততে জিততে হেরেছিলো তারা ২ উইকেটে। দ্বিতীয়টি ২০১২ সালের বহুল আলোচিত এশিয়া কাপ। ফাইনালে ২ রানে পরাজয়ের সেই কান্না ভোলার নয়।