আন্তর্জাতিক

চলন্ত বাসে গণধর্ষণ মাকে, কোল থেকে ছিটকে পড়ে সন্তান নিহত

মঙ্গলবার সারা পৃথিবীতে বেশ ঢাকঢোল পিটিয়েই পালিত হয়েছে ১০৭তম বিশ্ব নারী দিবস। তার ঠিক এক দিন আগের উত্তরপ্রদেশ মনে করিয়ে দিল ২০১২ সালের দিল্লির গণধর্ষণের বিভত্সতাকে। চলন্ত বাসে নৃশংস ভাবে গণধর্ষণের শিকার হলেন এক মহিলা। আত্মরক্ষা করার সময় তাঁর কোল থেকে ছিটকে পড়ে নিহত হল তাঁর দু’সপ্তাহের শিশু পুত্র।

রামপুর থেকে সোমবার গভীর রাতে ২৮ বছরের ওই মহিলা দুই শিশু পুত্রকে নিয়ে প্রায় ফাঁকা একটি বাসে উঠে ছিলেন। কিছুক্ষণের মধ্যেই অন্য যাত্রীরাও একে একে বাস থেকে নেমে যান। অভিযোগ, এর পরে তাঁর উপর আক্রমণ করে বাসের ড্রাইভার ও কনডাক্টর। তখনই আত্মরক্ষা করার সময় নিগৃহীতার কোল থেকে ছিটকে পড়ে যায় তাঁর কোলের শিশু। যৌন নির্যাতনের পরে ওই নিগৃহীতাকে অভিযুক্তরা রাস্তায় ফেলে দিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। অভিযুক্তরা এখনও অধরা।আনন্দবাজার পত্রিকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button