জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাছাইপর্বে (প্রথম রাউন্ড) নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগাররা ৮ রানে জয় পেয়েছে।টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ৭ উইকেটে ১৪৫ রান করতে সক্ষম হয়। ফলে টাইগাররা ৮ রানের জয় পায়। এর ফলে জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ মিশন শুরু হয়েছে বাংলাদেশ।এর আগে ওপেনার তামিম ইকবালের অপরাজিত ৮৩ রানের উপর ভর করে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ।
তামিম ৫৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ওই রান করেন। এছাড়া টাইগারদের শীর্ষসারির আর কেউ তেমন একটা রান পাননি। আরেক ওপেনার সৌম্য সরকার এবং সাব্বির রহমান প্রত্যেকে ১৫ রান করে করেন। নেদারল্যান্ডসের হয়ে টিম ৩টি উইকেট ও পল ২টি উইকেট নেন। আর রোয়েলফ ও বরেন ১টি করে উইকেট নেন।
অাইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের টাইগার ও নেদারল্যান্ডসের মধ্যে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। জিতে প্রথমে নেদারল্যান্ডস অধিনায়ক পিডাব্লিউ বরেন প্রথমে টাইগারদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। নেদারল্যান্ডসের হয়ে ওপেনার মাইবার্গ ও অধিনায়ক বরেন প্রত্যেকে ২৯ রান করেন। অার বেন করেন ২০ রান। টাইগারদের হয়ে সাকিব ২টি উইকেট, মাশরাফি, আল আমিন ও নাসির ১টি করে উইকেট নেন।
আগামী ১১ মার্চ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ।