বিভাগীয় খবরময়মনসিংহ
হালুয়াঘাটে বিরল প্রজাতীর প্রাণী

হালুয়াঘাট প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রাংরাপাড়া সীমান্ত এলাকায় একটি বিরল প্রজাতীর প্রাণী ধরা পড়েছে। প্রাণীটিকে দেখতে উৎসুক জনতা ভীর করে।
জানা যায় ৮ মার্চ বিকালে পার্শ্ববর্তী ভারত থেকে আসা একটি বিরল প্রজাতীর প্রাণী গাছের ডালে ডালে দৌঁড়ঝাপ করলে হঠাৎ মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে প্রাণীটিকে আটক করে লোহার খাঁচায় বন্দি করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসে। তখন ইন্টারনেটে সার্চ দিলে প্রাণীটির নাম প্লায়িং লিমার বলে জানা যায়। প্রাণীটি এক হাজার দুইশত মিটার উড়তে পারে। প্রাণীটি উপজেলা নির্বাহী অফিসারের হেফাজতে থাকার পর গত ৯ মার্চ বন বিভাগের কর্মকর্তার কাছে হস্তান্তর করা হলে তারা প্রাণীটিকে বনের মাঝে অবমুক্ত করে দেন।