ভালুকায় মুক্তিযোদ্ধা সংসদের সাংবাদিক সম্মেলন
জাকিয়া সুলতানা রাণী, ভালুকা : ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ মফিজুর রহমান বলেছেন ভালুকার জীবন তলার জঙ্গী তৎপরতার সাথে সরাসরি জরিত, জামাত শিবিরের অর্থ ও মদদ দাতা কতিপয় ব্যক্তিরা মুক্তিযোদ্ধা তালিকায় অর্ন্তভুক্ত হয়ে স্থানীয় প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের বিভ্রান্ত করে তাদের সুনাম নষ্ট করা হচ্ছে ।
(১৪ মার্চ) সোমবার সকালে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় তিনি আরও বলেন বিগত সময়ে, কতিপয় জামাত শিবির, জঙ্গী তৎপরতার সাথে জরিত কয়েকজন ব্যক্তি অসৎ উপায়ে মুক্তিযোদ্ধার তালিকায় অর্ন্তভুক্ত হয়ে, মুক্তিযোদ্ধা না হয়েও রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগকরার বিষয়টি আমরা অবগত হয়ে অবগত হয়ে তাদের মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেয়ার দাবী জানালে, ওই সুবিধা ভোগী চক্রটি মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসারের বিরোদ্বে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। এতে মুক্তিযোদ্ধাদের সুনাম নষ্ট হচ্ছে ব্যাপক হারে তাই আমরা ওই জামাতি জঙ্গীদের মুক্তিযোদ্ধা পরিচয় দেয়া থেকে বিরত না থাকলে কঠোর আন্দলনে যাবো। এ সময় তিনি ওই চক্রটিকে আইনের আওতায় এনে বিচার দাবী করেন । সংবাদ সম্মেলনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কে এম আবুল হোসেন মিলন লিখিত বক্তব্য পাঠ করেন, স্থানীয় সকল মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইলেকটনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ সাংবাদিক সম্মেলনে উপস্থিত উপস্থিত ছিলেন।