জাতীয়

মেয়র আনিসুল হকের বিরুদ্ধে বেয়াইনের উকিল নোটিশ

ঢাকা: ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তার আত্মীয় (বেয়াইন) যুক্তরাষ্ট্র প্রবাসী শামীমুন নাহার লিপি।প্রবাসী এই নারীর পক্ষে রেজিস্ট্রি ডাক যোগে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ রানা এ নোটিশ পাঠান।

পরে অ্যাডভোকেট মাসুদ রানা সাংবাদিকদের জানান, শামীমুন নাহার লিপি মেয়র আনিসুল হকের পারিবারিক ভাবে আত্মীয়। লিপির বোন লুসির স্বামী হলেন মেয়রের ভাই আমিনুল হক হেলাল। তিনি বলেন, পারিবারিক বিষয় সম্পত্তি নিয়ে মেয়র আনিসুল হক শামীমুন নাহার লিপিকে না ডেকে লিপির মা জিয়াউন নাহার ও ভাই আরিফুর রশিদের পক্ষালম্বন করায় এ নোটিশ পাঠানো হয়েছে এবং মেয়র পক্ষাবলম্বন থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নোটিশে আরো বলা হয়, কয়েকদিন আগে মেয়র আনিসুল হক শামীমুন নাহার লিপির মা ও ভাইয়ের মিথ্যা,বানোয়াট কথায় ক্ষমতার অপব্যবহার করে রামপুরা থানায় লিপির বিরুদ্ধে মামলা করতে সহায়তা করেছেন।এবং মেয়র আনিসুল হক শামীমুন নাহার লিপির কথা না শুনেই অন্য পক্ষের পক্ষালম্বন করেছেন যা দু:খজনক।

এতে আরো বলা হয়, মেয়র আনিসুল হক প্রবাসী নারী শামীমুন নাহার লিপিকে শেম লেস বলেছেন,যা মানহানিকর।এছাড়া আনিসুল হকের নিকট থেকে একটি এসএমএস পেয়ে শামীমুন নাহার লিপি মানুষিক ভাবে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও নোটিশে দাবি করা হয়।

নোটিশে আনিসুল হকের ভাইয়ের স্ত্রী লুসির কাছে তাদের বাবার পাঠানো একটি চিঠি সংযুক্ত করে বলা হয়, আপনি (আনিসুল হক) নিশ্চয় অবগত আছেন শামীমুন নাহার লিপি পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করে সন্তানদের মানুষ করেছেন।জীবনে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে তিনি মানুষিক ভাবে বিপর্যস্ত।এমতবস্থায় আপনি পারিবারিক আত্মীয় ও নগর পিতা হিসেবে তার পাশে না দাড়িয়ে মানুষিক অশান্তিকে আরো বাড়িয়ে দিয়েছেন।

নোটিশ পাওয়ার পর থেকে শুধু এক পক্ষের অভিযোগ শুনে শামীমুন নাহার লিপির বিরুদ্ধে এক তরফা সিন্ধান্ত না নিতে মেয়র আনিসুল হককে অনুরোধ জানানো হয়। আগামী ৭ দিনের নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারী এই নারী বিদুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধেও একটি উকিল নোটিশ পাটিয়েছিলেন। http://www.bd24live.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button