মেদুয়ারীসারা ভালুকা
ভালুকায় আঃ কাদের ফকিরের ৩২তম ওরশ মাহফিল
মোঃ নজিবুল হোসাইন নেভী: ময়মনসিংহের ভালুকার মেদুয়ারী ইউনিয়নের পানিবান্দা গ্রামে আঃ কাদের ফকিরের ৩২তম ওরশ মাহফিল বুধবার (১৬ মার্চ) রাতে অনুষ্ঠিত হয়েছে।
মেদুয়ারী ইউপি চেয়ারম্যান আ ন ম নূরুল মাউফ খান মোমেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ডাঃ মোসায়েক রহমান মুন, উদ্ভোধক হিসেবে ছিলেন ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান আতিকুজ্জামান লস্কর। ছাত্রলীগ নেতা সাদিকুল ইসলাম সোহাগের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মল্লিকবাড়ী থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী এস এম আকরাম হোসেন, শফিকুল ইসলাম, নূরুল ইসলাম মন্ডল, দুলাল হোসেন খান দুলু, শাহজাহান মেম্বার, আতিকুল ইসলাম রিটু মেম্বার, সোহানুর রহমান আলম, আবু হানিফ, মোঃ নজিবুল হোসাইন নেভী প্রমূখ।
অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন বাউল শিল্পী মাজহারুল ইসলাম সরকার ও মনি মালা সরকার।