ভালুকায় পরকীয়ায় ২ সন্তানের জননীর আত্মহত্যা দেবর আটক
ময়মনসিংহের ভালুকা উপজেলার হরিবাড়ীর জামিরদিয়া এলাকার মতিনের বাড়ীতে টয়লেটের ভেন্টিলেটরের সাথে উড়না দিয়ে ঝুলে দুই সন্তানের জননী চঞ্চলা (৩০) আত্মহত্যা করেছে।
জানা যায়, শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের সুধাংশ এর পুত্র কালাচান’র স্ত্রী চঞ্চলার দেবর সুমন্ত— (২৬) এর সাথে বিগত ৪ বছর যাবৎ পরকীয়া করে আসছিল। গত ১৭ মার্চ ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের নারিশ ফিড মিলের সাথে মতিনের বাড়ীতে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে তারা বাসা ভাড়া নেয়। রাতে প্রেমিক যুগল এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’জনের মোবাইল ভেঙ্গে ফেলে। এর জের দরে শুক্রবার সন্ধ্যায় বাসার টয়লেটের ভেন্টিলেটরের সাথে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ সময় দেবর ও বাসার লোকজন খোঁজ পেয়ে ঝুলন্ত অবস্থায় দেখে দাঁ দিয়ে উড়না কেটে দেয় ও ভালুকা মডেল থানায় খবর দিলে ওসি (তদন্ত) হযরত আলী এসে লাশ উদ্ধার করে ও দেবর সুমন্তকে আটক করে থানায় নিয়ে যায় ও লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক ধারণা এটা আত্মহত্যা। তবে ময়না তদন্তের পর সঠিকভাবে বুঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা।