ইকরা প্রিপারেটরী মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে শুক্রবার (১৮ মার্চ) ইকরা প্রিপারেটরি মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ হবিরবাড়ী ইউনিয়নের সভাপতি মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মহা সচিব ও হবিরবাড়ী ইউনিয়নের সফল চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম, উদ্ভোধক হিসেবে ছিলেন কালাম সোয়েটার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, আরো উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুজ্জামান, তোফায়েল আহম্মেদ বাচ্চু, জহিরুল হক বিল্লাল, মোঃ খলিলুর রহমান খলিল, আলহাজ্ব জিয়াউল হক স্বপন, জসিম উদ্দিন, শাহাব উদ্দিন ফকির, আব্দুর রউফ ফকির, আব্দুল হালিম হৃদয় মাস্টার, আমিনুল ইসলাম সাইফুল মাস্টার, আলমাছ উদ্দিন, বিল্লাল হোসেন, রেহেনা আক্তার রিতা, হনুফা জামান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইকরা প্রিপারেটরি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আসাদুজ্জামান ফকির।
অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে গান, আবৃত্তি, একক নৃত্য, দলীয় নৃত্য, নাটিকা, কৌতুক একক ও দলীয় অভিনয় ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ভালুকা নিউজ ডট কম ও উপজেলা প্রেসক্লাব।