ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে তিন দিন শোক দিবস

মেহেদি জামান লিজন, জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাহাত জাহান শাকিল মাত্র ৩৬ বছর বয়সে গতকাল ১৮ মার্চ ২০১৬ তারিখ শুক্রবার রাত ৮ টা ১৫ মিনিটে শ্বাসকষ্টজনিত কারণে ময়মনসিংহে নিজ বাসভবন থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, ট্রেজারার প্রফেসর এ এম শামসুর রহমান এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ফজলুল কাদের চৌধুরী তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আজ সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম বিশ্ববিদ্যালয়ে আজ থেকে তিনদিনের শোক ঘোষণা করেন। এছাড়া আগামী ২১ মার্চ ২০১৬ তারিখ সোমবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন পাঠ ও মিলাদ মাহ্ফিল আয়োজনের ঘোষণা দেন।

উল্লেখ্য রাহাত জাহান শাকিল মোসা: রোকেয়া বেগম ও মৃত কাজী আব্দুল মান্নানের দুই ছেলে ও সাত মেয়ের সর্ব কণিষ্ঠ পুত্র ছিলেন। তার স্ত্রী শেখ ফাহমিদা ইসলাম একই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত আছেন। তার একমাত্র পুত্র সন্তান উষ্ণ যার বয়স মাত্র ছয় মাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button