তথ্য-প্রযুক্তি

বাজারে আসছে সস্তা আইফোন

আইফোনের সব থেকে সস্তা মডেল iPhone SE লঞ্চ করতে চলেছে মোবাইল প্রস্তুতকারক সংস্থা অ্যাপেল। চিন (গোটা বিশ্বে সব থেকে বেশি স্মার্ট ফোন বিক্রি হয়) সহ আরও কিছু দেশে আইফোন SE পাবেন গ্রাহকরা।

iPhone 5, iPhone 5S, iPhone 6, iPhone 6S-প্রতিটি মডেলই বাজারে অনেক নাম কামিয়েছে, কিন্তু দামের জন্য অনেকেই ইচ্ছা থাকলেও কিনতে পারেননি আইফোন। তাই অধরা থেকেছে আইফোনের শখ। তাই এবার আইফোনকে সর্বজনীন করতে iPhone SE আনতে চলেছে অ্যাপেল। বাজারে বহুল প্রচলিত অ্যান্ড্রয়েডকে টেক্কা দেবে iPhone SE, দাবি অ্যাপেল কর্তৃপক্ষের। অ্যাপল পে বা লাইভ ফোটোস ব্যবহার করা যাবে এই ফোনে। ২১ তারিখ রাতে লঞ্চ হলেও ২৫ মার্চ থেকে কিনতে পারবে সবাই। দাম হতে পারে আনুমানিক ২৫ থেকে ৩০ হাজারের মধ্যে। iPhone 6S-এর প্রসেসর থাকবে এই ফোনে। র্যা ম থাকবে ১ জিবি। এটা দেখতে অনেকটা iPhone 5S-এর মত।

কী কী থাকছে?
* ১২ মেগাপিক্সেল ক্যামেরা
* ৪ ইঞ্চি স্ক্রিন
* NFC চিপ সাপোর্ট করবে
* রোস গোল্ড, গোল্ড, সিলভার-এই তিন রঙে পাওয়া যাবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button