বিচিত্র দুনিয়া
দামি রোলস রয়েসে চেপে চুল কাটতে যান নরসুন্দর
ডেস্ক রিপোর্ট: বলিউডের সালমান খান, আমির খান কিংবা ঐশ্বর্য রাই বচ্চনের চুল কাটেন তিনি। শুধু তাই নয়, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের চুল কাটার জন্য তাকেই ডাকেন। আর তিনি গ্রাহকের বাড়ি যান রোলস রয়েস গাড়িতে চেপে। এই কোটিপতি নাপিতের নাম রমেশ বাবু।
বেঙ্গালুরুর রমেশ বাবুর জীবনকাহিনী তাক লাগিয়ে দেওয়ার মতো। মাত্র ৭ বছর বয়সে তার বাবা মারা যায়। সম্বল বলতে ছিল বাবার রেখে যাওয়া সেলুন। তখন থেকে এই দোকানই ছিল তার জীবিকা নির্বাহের অবলম্বন। স্বপ্ন দেখতেন একদিন অনেক বড় হবেন।
আরেকটা স্বপ্নও ছিল তার। গাড়ির স্বপ্ন। চুল কাটার পেশাকে হাতিয়ার করেই প্রথমে কিনেছিলেন একটি মারুতি ওমনি। ধীরে ধীরে কোটিপতি হয়ে ওঠেন তিনি। কিন্তু তাতেও শিকড় ভুলে যাননি। আজও চালিয়ে যাচ্ছেন চুল কাটার কাজ।