শিরোনামহীন

প্রেসিডেন্ট পদে লড়বেন দ্য রক

ভালুকা নিউজ ডট কম: রেসলিংয়ের ময়দান পেরিয়ে ডোয়াইন জনসন এখন হলিউডের সফল অভিনেতা। দ্য রক নামে পরিচিত এই তারকার উপস্থিতি কাড়ি কাড়ি মুনাফা এনে দেয় প্রযোজককে। আগামীতে রূপালি পর্দার গন্ডি ছাড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

দ্য রক প্রেসিডেন্ট হতে পারেন উল্লেখ করে প্রকাশিত একটি প্রতিবেদন দেখিয়েছেন ভক্তরা। এর পরিপ্রেক্ষিতে রাজনীতি নিয়ে নিজের স্বপ্নের আভাস দিয়েছেন তিনি। ৪৩ বছর বয়সী এই অভিনেতা প্রতিবেদনটি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘আমি কেনো প্রেসিডেন্ট হতে পারি তার কিছু দিক উল্লেখ রয়েছে এখানে। সম্ভবত একদিন হোয়াইট হাউস আমাকে বরণ করে নিতে সব প্রস্তুতি সম্পন্ন করবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button