ভালুকাভালুকা পৌরসভাসারা ভালুকা

ভালুকায় দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত

ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলায় দেশ প্রেমে শপথ নিন,  দূর্নীতিকে বিদায় দিন এই শ্লোগানকে সামনে রেখে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) দূর্নীতি প্রতিরোধ কমিটি ভালুকা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে প্রতিরোধ কমিটির আহবায়ক অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহ্সান তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশনের মহাপরিচালক সহিদুজ্জামান।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ সচিব নূরুল আলম, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, পৌর মেয়র ডাঃ একে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, উপজেলা সহকারী কমিশনার মোঃ সাখাওয়াত হোসেন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ, ময়মনসিংহ পল্লী বিদ্যূত সমিতি-২ এর জি এম জাহাঙ্গীর আলম , আবাসিক প্রকৌশলী শাহ আলম, এডভোকেট শওকত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আজম খান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান মিলন, আব্দুর রশিদ মাষ্টার, সহ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও কর্মী । আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button