সংস্কৃতি-বিনোদন

শাহরুখ কন্যার বিকিনিতে নেট দুনিয়ায় তোলপাড়

বাবা শাসন করেছেন বলিউড। করছেন এখনও। সঙ্গত কারণেই সুপার এভারগ্রিন শাহরুখের সন্তানদের নিয়ে ভক্তদের কৌতুহল বরাবরই ছিল। তাই আহামরি কিছু না করেই বহুবার গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে শাহরুখ-গৌরি দম্পতির তিন সন্তান। ক’দিন আগেও নেটিজেনরা তন্ন তন্ন করে খুঁজেছে শাহরুখ পুত্র আরিয়ান আর বিগ-বি’র নাতনি নভ্যার অন্তরঙ্গ মুহূর্তের ছবি আর ভিডিও। তবে এবারই বোধহয় ইন্টারনেটে কিং খানের পরিবারের ছবিগুলো সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে। আর সেটা তার একমাত্র কন্যা সুহানা খানের।

কিন্তু কেন? ১৫ বছর বয়সী সুহানার বিকিনি পরা কয়েকটা ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। আর এ খবর চাউর হতেই নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েছে। ছবিগুলো শেয়ারের পর শেয়ার হচ্ছে।

নায়ক বাবা পর্দায় সময়কে থমকে দিয়ে এভারগ্রিন থাকতে পারেন৷ কিন্তু বাস্তবে তো আর তা হয় না৷ তাই যে ছোট্ট সুহানাকে এতদিন দেখে এসেছে সকলে, সে যে কবে বড় হয়ে গেছে তা নজরেই পড়েনি। নায়িকাদের মতো তার বিকিনি পরা ছবিতে তাই রীতিমতো চমকে উঠেছে বলিপাড়া৷ ভাই আব্রামকে পাশে নিয়ে সুহানার এই বিকিনি পরা ছবি তাই দ্রুত ছড়িয়েছে ইন্টারনেটেও৷

বলি সেলেবদের ছেলে-মেয়েরা যে যথেষ্ট ‘বোল্ড’ সে প্রমাণ আগেও মিলেছে৷ শ্রীদেবী কন্যা জাহ্নবী বা খুশি এর আগে নিজেদের খোলামেলা ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়৷ তা নিয়ে সমালোচনাও কম হয়নি৷ অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নন্দাকেও এরকমই সাহসী ছবিতে দেখা যায়৷ তা নিয়ে কোনও সমালোচনাতে কর্ণপাতও করেননি তিনি৷ জ্যাকি শ্রফের মেয়েটি তো কিছুদিন পরপরই টুইটারে নিজের অর্ধনগ্ন ছবি আপলোড করে বেশ সমালোচনার খোরাকে পরিণত হন। এবার দেখা গেল, সেই একই সাহসী পথে হেঁটেছেন শাহরুখ কন্যাও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button