ত্রিশালে ইউএনও রাশেদুল ইসলামের মুত্যুতে শোকসভা
এইচ এম মোমিন তালুকদার-ত্রিশাল প্রতিনিধিঃ গত ২৯ মার্চ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের মৃত্যুতে উপজেলা পরিষদ চত্বরে ০৩ এপ্রিল রোববার বিকেলে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের আয়োজনে পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম ফয়জুল হক, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার, মরহুম রাশেদুল ইসলামের পিতা গিয়াস উদ্দিন মাষ্টার, তার শশুর সাবেক ডিআইজি আব্দুল জলিল, স্ত্রী আকিফা বিনতে জলিল, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, ওসি মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, জেলা আ’লীগের যুগ্ন সম্পাদক নবী নেওয়াজ সরকার প্রমূখ। এ ছাড়াও মরহুমের মা, শাশুড়ি, বড় ভাই শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম সহ তার স্বজনরা শোকসভায় উপস্থিত ছিলেন।