ভালুকা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

IMG_20160403_142453

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মল্লিকবাড়ী ইউনিয়ন কমান্ডের আহবায়ক গাজী মো: আশরাফ আলী এক লিখিত বক্তব্যে-গত ৩১ মার্চ ১৬  “ভালুকা ডট কম” অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদ-‘নৌকার কান্ডারী হতে চায় রাজাকার পুত্র’ শীর্ষক রির্পোটের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন।

তিনি বলেন মাহান মুক্তিযোদ্ধের ১১নং সাব সেক্টর ঢাকা উ:,ময়মনসিংহ দক্ষিণ, কমান্ডার, আফছার বাহিনীর অধীনায়ক মেজর আফছার উদ্দিন আহম্মদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংঘঠিত হয়।১৯৭১ সালের জুন মাসে,শুক্রবার৪৮ ঘন্টার যুদ্ধ ভাওয়ালিয়াবাজু নামক স্থানে সংঘঠিত হয়,যাতে মরহুম আ: মোতালেব (তারা চেয়ারম্যান) সক্রিয় সহযোগীতা প্রদান করেন এবং তার বড় ছেলে মোজাম্মেল হক খান বালা মাস্টার এই যুদ্ধে অংশ গ্রহন করেন(যার গেজেট নং ১৯৩৫,মুক্তিবার্তা নং -০১১৫০৬০৭৮৮)।

তিনি বলেন এই পরিবারটি মুক্তিযদ্ধের স্বপক্ষের শক্তি।ভালুকা ডটকমে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে,আমি এই সংবাদটির তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

০৩/০৪/২০১৬ তারিখ রোববার দুপুরে এই প্রতিবাদ প্রদান করেন। বি:দ্র:-মল্লিকবাড়ী ইউনিয়ন কমান্ডের আহবায়ক গাজী মো: আশরাফ আলী লিখিত বক্তব্যের পাঠ করে শোনানোর *ভিডিও*টি দেয়া হলো)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button