গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, ছাড়িয়ে নিতে এমপি’র তদবির
ভালুকা নিউজ ডট কম : সাভারে এক নারী পোশাক শ্রমিককে অপহরণের পর ধষর্ণের অভিযোগে ধামরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক লায়ন পারভেজকে (৩২) আটক করেছে পুলিশ।
গভীর রাতে সাভারের ব্যাংকলোনী এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
সাভার থানার এসআই শাহীন মোল্লা জানান, গাজীপুর এলাকার লাভলী আক্তার নামের এক গার্মেন্টস শ্রমিককে ২২ ফেব্রুয়ারি রাতে সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে অপহরণের পর সাভারের ব্যাংক কলোনীর ছাপড়া মসজিদ এলাকার একটি বাসায় আটকিয়ে রেখে গণধর্ষণ করে ধামরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক লায়ন পারভেজ ও তার বন্ধুরা।
এ ঘটনায় ওই পোশাক শ্রমিক সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করলে ধর্ষণের অভিযোগে গভীর রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে লায়ন পারভেজকে আটক করা হয়। বর্তমানে তাকে সাভার থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এস এম কামরুজ্জামান।
এদিকে সাভার মডেল থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য জানিয়েছেন, আটক ছাত্রলীগ নেতা লায়নকে রাত ভর থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন ধামরাইর সংসদ সদস্য এম এ মালেক।-এনটিভি।