বিভাগীয় খবরময়মনসিংহ
ত্রিশালে জাতীয় যুব সংহতির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এইচ এম মোমিন তালুকদার, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ত্রিশালে জাতীয় যুব সংহতির ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটার মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে ৫এপ্রিল মঙ্গলবার দুপুর ১২ঘটিকায় উপজেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে জাতীয় পার্টির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইঞ্জি মোঃ সুরুজ আলী মন্ডল। উপজেলা যুব সংহতির আহ্বায়ক আমিনুল হক সোহেলের সভাপতিত্বে ও যুগ্ন-আহ্বায়ক বিপ্লব হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন, সাংগঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম মুহিদ, কেন্দ্রীয় ছাত্র সমাজের সহ-সভাপতি মোঃ দেলুয়ার হোসেন কামাল। এছাড়াও ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় যুব সংহতির নেতৃবৃন্দ।