ঢাকাবিভাগীয় খবর

বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দলের আত্মপ্রকাশ

ঢাকা: মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো ’বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল’ সংক্ষেপে ’বিএনজেপি’।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এ সংগঠনটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটি আত্মপ্রকাশ করে ।

সদ্য গঠিত এ দলের চেয়ারম্যান ফয়েজ চৌধুরী বলেন, আমরা যুদ্ধাপরাধী ও রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। দেশের উন্নতি ও অগ্রগতির স্বার্থে রাজনৈতিক ইস্যুতে ঐক্য চাই। হিংসা নয় শ্রদ্ধার রাজনীতি চাই-সবগুলো ’চাই’ কে একত্রিত করে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আমাদের এই দল।

সংগঠননের চেয়ারম্যান বলেন, খালেদা-তারেক আর কখনো নেতৃত্ব দিতে পারবে না। তারা রাজনীতি থেকে অনেক দুরে চলে গেছে। শুধু তাই নয় তারা জিয়ার বহুদলীয় চিন্তা চেতনা থেকেও দুরে সরে গেছে। পরিবারতন্ত্র কায়েম করেছে খালেদা জিয়া যেখানে যোগ্য কারও স্থান নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধু জাতির পিতা স্বীকার করে নিয়ে পাশাপাশি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখেই আমাদের এ পথযাত্রা। ফয়েজ চৌধুরী বলেন এ মূহূর্তে তাদের কোনো জোটের সাথে যাওয়ার ইচ্ছা নাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button