ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে আহত স্কুল ছাত্রীর মৃত্যু
ভালুকা নিউজ ডট কম: ভালুকায় পল্লীবিদুতের টানা তারে জড়িয়ে আহত মা মেয়ে ও তার চাচাতো বোনের মাঝে সম্প্রতি অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার্থী সোনিয়া (১৫) ঢাকা বার্ণ ইউনিটে তিনদিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে মারা গেছে। গতকাল সোমবার সকালে তার লাশ উপজেলার বড় কাশর গ্রামে নিয়ে আসা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সোনিয়া অসাবধানত পল্লীবিদুতের টানা তারে জড়িয়ে পরে। ঘটনা টের পেয়ে পাশে দাঁড়িয়ে থাকা তার মা ফরিদা আক্তার মেয়েকে বাঁচাতে গিয়ে তিনিও ওই তারে আটকে যান এবং পরে সোনিয়ার চাচাতো বোন অস্টম শ্রেণীর ছাত্রী লাভলীও তাদেরকে বাঁচাতে গিয়ে আটকে যায়। খোঁজ পেয়ে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সোনিয়াকে ঢাকা মেডিক্যালের বার্ণ ইউনিটে ভর্তি করা হলে তিনদিন মৃত্যুর সাথে লড়ে চিকিৎসাধিন অবস্থায় সোনিয়া মারা যায়।
সোমবার সকালে নিহত সোনিয়ার লাশ বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সোনিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শহীদুলের পরিবারের অভিযোগ, স্থানীয় রেনাটা এগ্রো ফার্মের সিমানা প্রাচিরের ভিতরে স্থাপিত বিদ্যুৎ খুঁটির টানা তারটি ওয়াল টপকিয়ে কাঠাল গাছের ভিতর দিয়ে তাদের জমিতে স্থাপনের কারনেই এই দুর্ঘটনা ঘটেছে।