সাহিত্য সংবাদসাহিত্য সাধনা

প্রকাশনা সংস্থা ‘লেখা প্রকাশ’র সাহিত্য পুরষ্কার-২০১৬ ঘোষণা

স্টাফ রির্পোটার্: ভালুকার কৃতি সন্তান উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা কাল জয়ী কবি ও সাহিত্যিক লুৎফর চৌধুরী পেয়েছেন ভ্রমণসাহিত্য পুরস্কার ।

পুরস্কারগুলো হচ্ছে নজরুল সাহিত্য পুরস্কার, জসীমউদদীন সাহিত্য পুরস্কার, ভাসানী সাহিত্য পুরস্কার, চে-গুয়েভারা সাহিত্য পুরস্কার, মাদার তেরেসা সাহিত্য পুরস্কার, শামছুল হক সাহিত্য পুরস্কার, শাহরিয়ার হাসান সাহিত্য পুরস্কার ও শিশু কবি রকি সাহিত্য পুরস্কার।

এবারের পুরস্কৃতরা হলেন : বুলবুল খান মাহবুব (কবিতা), শওকত মোমেন শাহজাহান (মরণোত্তর কবিতা), নাজির হোসেন (উপন্যাস), সালেহ আহমাদ (ছোটগল্প), খালেদা বেগম (বড়গল্প), আফরোজা পারভীন (শিশুসাহিত্য), খান মোহাম্মদ খালেদ (ছড়া), ড. হারুন রশীদ (প্রবন্ধ), জুলফিকার হায়দার (গবেষণা প্রবন্ধ), নীহার সরকার (কলাম), মাসুম ফেরদৌস (গীতিকবিতা), সালমান মেহেদী তিতাস (সায়েন্স ফিকশন), মধুস্বিনী মোহনা (অনুবাদ), লুৎফর চৌধুরী (ভ্রমণসাহিত্য), তারিক ফেরদৌস খান (প্রচ্ছদসাহিত্য), খান মাহবুব (পলল, প্রকাশনা)।লেখাপ্রকাশের স্বত্বাধিকারী কবি বিপ্লব ফারুক জানান, আগামী মে মাসের মাঝামাঝি এ পুরস্কার প্রদান অনুষ্ঠান জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। দেশবরেণ্য কবি-সাহিত্যিক-বুদ্ধিজীবীরা এ অনুষ্ঠানে অতিথির আসন অলঙ্কৃত করবেন।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ,কার্যকরী সভাপতি, সফিউল্লাহ আনসারী, সহসভাপতি, জিল্লুর রহমান রিপন সাধারণ সম্পাদক মাহমুদুল হক ফুরাত লুৎফর চৌধুরী সহ সকল পুরষ্কার প্রাপ্ত গুণীজনদের অভিনন্দন জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button