ভালুকা পৌরসভাসারা ভালুকা
ভালুকার হবিরবাড়ীতে বিদ্যুত সংযোগ মেলা
স্টাফ রিপোর্ট: ময়মনসিংহ পল্লীবিদ্যুত সমিতি-২ এর আয়োজনে দিনব্যাপি বিদ্যুত সংযোগ মেলা অনুষ্ঠিত হয়েছে।উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ মেলায় এরিপোর্ট লেখা পর্যন্ত প্রায় সাত শতাধীক গ্রাহকের মিটারের জন্য আবেদন গ্রহন করা হয়।
এসময় ময়মনসিংহ পল্লীবিদ্যুত সমিতি-২ এর এজিএম প্রশাসন খায়রুল বাশার,এজিএম অর্থ-মো: ফিরোজ হোসেন,ডিজিএম মাহবুব জিয়া, পিওসি মো: আ: রাজ্জাক,এলাকা পরিচালক-৩ ও সমিতির বোর্ড সচিব প্রভাষক মো: মজিবুর রহমান,স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ আবু বকর সিদ্দিক,সাবেক সহসভাপতি মো:আবুল কাশেম,কমিটির সদস্য আবুল কালাম খান,স্কুলের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম খান মানিক,এলাকা পরিচালক-৪ মোস্তাফিজুর রহমান বিপ্লব,সহ শিক্ষক মো:আরিফ হোসেন প্রমুখ।সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলা চলবে বলে জানান পিওসি মো: আ: রাজ্জাক।