চট্টগ্রামবিভাগীয় খবর

শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের ছবি ফেসবুকে

ফেনী সংবাদদতা: ফেনীতে এক শিশুকে চুরির অভিযোগে বিবস্ত্র করে নির্যাতন চালানোর ৩ টি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোর মধ্যে দেখা যায়, আনুমানিক ১৩-১৪ বছরের এক শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করছে কয়েকজন ব্যক্তি। এরপর তাকে বিবস্ত্র করেও নির্যাতন করে তারা। আরেকটি ছবিতে দেখা যায়, তাকে বৈদ্যুতিক শকও দেয়া হচ্ছে।

এ ঘটনার জন্য বিভিন্ন সূত্র ফেনী শহরের কালি মন্দির মার্কেটের হরে কৃষ্ণ স্টোরের মালিক অর্জুন দাসকে দায়ী করেছেন। তবে এ বিষয়ে অর্জুন দাসের বক্তব্য পাওয়া যায়নি।

ফেসবুকে এমন ১টি ছবি শেয়ার করে মো. বেলাল নামের এক ব্যাক্তি লিখেছেন, ‘আধু‌নিক নামক অসভ্য সমাজে প্র‌বেশ কর‌ছি দিন দিন, ছে‌লে‌টি‌কে কে‌নো মারা হ‌লো বিবস্ত্র ক‌রে? টোকাই ব‌লে ? অর্জু‌নের এতো সাহস এলো কি ক‌রে?’

এ বিষয়ে ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ বলেন, ‘এ ঘটনা সম্পর্কে আমরা জেনেছি। ওই শিশুটি শহরের কালিপাল দশমী ঘাট সংলগ্ন প্রদীপ চন্দ্র দাসের ওয়ার্কশপ থেকে একটা লোহা নিয়েছিল তখন আশেপাশের লোকজন তাকে শারিরিক নির্যাতন করে।’

তিনি জানান, অভিযুক্ত ২জনকে আমরা আটকও করেছি। সুষ্ঠু তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে নির্যাতিত শিশুটিকে পাওয়া যাচ্ছে না বলেও জানান ওসি মাহাবুব মোর্শেদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button