আন্তর্জাতিক

বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত বন্ধ করে দেওয়া হবে: বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ী হলে বিজেপি বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত বন্ধ করে দেবে।

আজ বুধবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর জেলার গড়বেতায় বিজেপির এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ কথা জানান।

রাজনাথ সিং বলেন, ‘পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে ক্রমাগত অনুপ্রবেশের ঘটনা ঘটছে। অথচ রাজ্য সরকার সেই অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ হয়েছে। বারবার বলা সত্ত্বেও পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ হয়নি। তাই এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত বন্ধ করে দেওয়া হবে।’

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গে এখন একমাত্র বোমা তৈরির শিল্পই বেঁচে আছে। বিজেপি ক্ষমতায় এলে এই বোমা তৈরির শিল্পকে বন্ধ করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে একটি দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ সরকার প্রয়োজন, যা একমাত্র বিজেপি দিতে পারে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠা পেলে এখানকার পরিস্থিতিরও উন্নতি ঘটানো হবে।’

তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গের মানুষের আশা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন রাজনাথ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের সরকারকে কটাক্ষ করে বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষ ৩৫ বছরের বামফ্রন্ট সরকারকে উৎখাত করেছে।

এরপর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে প্রতিশ্রুতি দিয়েছিল যে পরিবর্তন আনবে, দারিদ্র্য দূর করবে। কিন্তু বাস্তবে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। রাজ্যের পরিস্থিতি কিছুই বদলায়নি, আগের মতোই রয়ে গেছে।’

পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে সমর্থকদের উদ্দেশ্যে রাজনাথ বলেন, ‘এ রাজ্যের উন্নয়ন করতে পারে একমাত্র বিজেপি। তাই পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতিমুক্ত সরকার গড়ার লক্ষ্যে বিজেপি প্রার্থীদের জয়ী করুক।’

এর আগে আসামের বিধানসভা নির্বাচনের প্রচরণায় গিয়ে একইভাবে বাংলাদেশি অনুপ্রবেশ প্রসঙ্গে আসামের কংগ্রেস সরকারকে আক্রমণ করেন রাজনাথ। তিনি বলেছিলেন, আসামে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে আসাম-বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেওয়া হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গত ৪ এপ্রিল প্রথম দফার প্রথম পর্বে ১৮ টি আসনে ভোট হবে। আগামী ১১ এপ্রিল পশ্চিমবঙ্গের প্রথম দফার দ্বিতীয় পর্বে ভোট হবে ৩১ আসনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button