আন্তর্জাতিক

মানহানি মামলায় জামিন পেলেন কেজরিওয়াল

মানহানি মামলা থেকে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার বিরুদ্ধে অর্থমন্ত্রী অরুণ জেটলির দায়ের করা মানহানি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার পাটিয়ালা হাউস আদালতে উপস্থিত হন কেজরিওয়াল।
মামলার শুনানির সময় তার আইনজীবী মুখ্যমন্ত্রীর জামিন চেয়ে আবেদন করলে তা গ্রহণ করা হয়। এ সময় অরুণ জেটলিও আদালতে উপস্থিত ছিলেন।
এদিকে, এ মামলার শুনানিকে কেন্দ্র করে পাটিয়ালা হাউস আদালতের সামনে এএপি ও বিজেপি সমর্থকরা জড়ো হলে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় দলের বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।
গত ডিসেম্বরে কেজরিওয়াল ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললে দিল্লীর মুখ্যমন্ত্রীসহ এএপি’র ৬ নেতার বিরুদ্ধে ১০ কোটি রূপির মানহানির মামলা করেন অরুণ জেটলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button