শিরোনামহীন
৪০ কেজি ওজন কমিয়ে পুরনো রূপে আমির
বিনোদন ডেস্ক: এক কেজি দু’ কেজি নয়, ৪০ কেজি ওজন বাড়ানো কি কম কথা! বাড়িয়ে না হয় নেওয়া গেল কিন্তু এবার কমানো? সে তো আরও কঠিন ব্যপার। আর এই কঠিন কাজটাই সেরে ফেললেন আমির খান। ৪০ কাজি ওজন কমিয়ে আবার পুরনো রূপে আমির খান।
দঙ্গল ছবিতে কুস্তিগীর মহাবীর সিং ফোগটের চরিত্রে দেখা যাবে আমির খানকে। এই চরিত্রের জন্য ৪০ কেজি ওজন বাড়িয়েছিলেন মিস্টার পারফেকসনিস্ট। কিন্তু এবার কমানোর পালা।
শুটিং শুরু হবে মহাবীর সিংয়ের ‘টিন-এজ’ সময়ের। তাই আবার আগের রূপে ফিরতে রুটিন করে পরিশ্রম করছেন। শুধু তাই নয়, এই রুটিন ফলো করতে ৩ মাস কাটিয়েছেন আমেরিকার অ্যারিজোনায়।