ত্রিশালে পল্লীবিদ্যুৎ সংযোগ মেলা
এইচ এম মোমিন তালুকদার, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহ ত্রিশালের কানিহারী ইউনিয়নে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতির-২ এর উদ্যোগে ভিষণ-২০২১ বাস্তবায়নের লক্ষে বিদ্যুৎ সংযোগ মেলা অনুষ্ঠিত হয়েছে।
৯এপ্রিল শনিবার সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত গ্রাহক প্রান্তে অস্থায়ী ক্যাম্পিংয়ের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে সরাসরি নতুন সংযোগের আবেদন ও দালাল-প্রতারক থেকে দুরে থাকার জন্য গ্রাহকদের সচেতন করার লক্ষে এই মেলার আয়োজন করা হয়। এসময় মেলায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) আরিফ আহমেদ, ত্রিশাল অফিস প্রধান এ জি এম কম তৌহিদুল্লাহ খান, কানিহারী ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি উজ্জল, কোঅর্ডিনেটর মোঃ আঃ রাজ্জাক, ত্রিশাল এরিয়া অফিস হিসার রক্ষক রঞ্জন বাবু, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, রাশেদ আনাম, রফিকুল ইসলাম, ওয়ারীং পরিদর্শক অনুপ বাবু, ক্যাশিয়ার মাহবুবা আক্তার, লাইন টেকনিশিয়ান দেলুয়ার, কামরুল ইসলাম প্রমূখ। মেলায় আবেদনকারী গ্রাহকদের মাত্র ৭৫০ (সাত শত পঞ্চাশ) টাকার বিনিময়ে আগামী ১সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়াহবে বলে জানিয়েছেন ত্রিশাল অফিস প্রধান তৌহিদুল্লাহ খান।