ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ এর যাত্রা
তারুণ্যদীপ্ত স্বপ্নচারী কবি সাহিত্যিকদের নিয়ে যাত্রা শুরু করলো “ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ”। শুক্রবার (৮ এপ্রিল) ঐতিহ্যবাহী ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে উঠা শিল্পচার্ষ জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চ-২ এ বিকেলে এই কমিটি গঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বরেণ্য কবি সাহিত্যিকবৃন্দ। প্রধান উপদেষ্টাঃ জনাব মুস্তাকীম বিল্লাহ ফারুকী (ডিসি ময়মনসিংহ ) (পদাধিকারবলে ) উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দঃ কবি ড. মোঃ জসিম উদ্দিন শেখ কবি শামসুল ফয়েজ কবি গাউসুর রহমান ছড়াকার সরকার জসিম কবি আসাদউল্লাহ কবি কথাসাহিত্যিক আবু সাইদ কামাল কবি জসিম উদ্দিন মুহাম্মদ কবি সেলিনা রশিদ কবি এস কে অপু কবি মূঈন হুদা কবি এড. শাহাব উদ্দিন আহাম্মদ কবি মিজানুর রহমান শেখ (অনিন্দ্য মিন্টু) কথা সাহিত্যিক আহমেদ জামাল জাফরী কবি মাহমুদুল হক বাবু কবি জহির খান কার্যকরী কমিটিঃ ১/ সভাপতিঃ-কাঙাল শাহীন ২/সহ-সভাপতিঃ খালেদ হোসেন ৩/সহ-সভাপতিঃ জাফর সাদেক ৪/সহ-সভাপতিঃ সুমী সরকার ৫/সাধারণ সম্পাদকঃ রিয়েল আবদুল্লাহ আল মামুন ৬/ যুগ্ম-সাধারণ সম্পাদকঃ-রওশন আরা খান ৭/ সাংগঠনিক সম্পাদকঃ-শরীফ মল্লিক ৮/ সহ-সাংগঠনিক সম্পাদকঃ সাদাফ আমিন ৯/দপ্তর সম্পাদকঃ রাশেদ আহম্মেদ নিসর্গ ১০/সাংষ্কৃতিক সম্পাদকঃ নাছিমা আক্তার ১১/প্রকাশনা সম্পাদকঃ আবুল বাশার শেখ ১২/কোষাধ্যক্ষঃ সফিউল্লাহ আনসারী ১৩/প্রচার সম্পাদকঃ মোজাম্মেল হক ১৪/তথ্য সম্পাদক :আক্তারুজ্জামান ১৫/আন্তর্জাতিক যোগাযোগ সম্পাদকঃ বিপুল মেহেদী ১৬/সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদকঃ জুলহাস উদ্দিন ১৭/মহিলা বিষয়ক সম্পাদকঃ নাজনীন লাকী ১৮/সদস্যঃ এস এম মাসুদ রানা ১৯/সদস্যঃ মোঃ রফিকুল ইসলাম ২০/সদস্যঃ জহিরুল ইসলাম ২১/সদস্যঃ ফাহিম ফারুক