জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খালেদা জিয়ার শুভেচ্ছা বার্তা
ঢাকা:পহেলা বৈশাখ উপলেক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান মন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। রবিবার দুপুর ১টার সময় শুভেচ্ছা বার্তা প্রধান মন্ত্রীর পক্ষে গ্রহন করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সুবহান গোলাম।
উল্লেখ্য, এর আগে দুপুর ১২টার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা নিয়ে রওনা করেন বিএনপির প্রতিনিধি দল।চার সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া। অন্য সদস্যরা হলেন : সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন ও সহ মহিলা বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা।