ভালুকায় হবিরবাড়ী কৃষকলীগ ও আঞ্চলিক শ্রমিকলীগের আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
ভালুকা নিউজ ডট কম: ভালুকার হবিরবাড়ী ইউনিয়ন কৃষকলীগ ও আঞ্চলিক শ্রমিকলীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (৯ এপ্রিল) উপজেলার সিডষ্টোর উত্তর বাজারে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষকলীগ, ১০নং হবিরবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি আতিকুল ইসলাম জাকারিয়া| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় সংসদ সদস্য, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যান প্রতিমন্ত্রী অধ্যাপক ডাঃ এম. আমানউল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, তরুন চিকিৎসক, সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি, ইন্টারন্যাশনাল ফোরাম অব মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন ডাঃ মোনাসির সাকিব আমানউল্লাহ, আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী আব্দুর রহমান সভাপতি, বাংলাদেশ কৃষকলীগ,ভালুকা উপজেলা , মোঃ কামাল হোসেন তালুকদার সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষকলীগ,ভালুকা উপজেলা, মোঃ মনিরুল ইসলাম মনির সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলী কেন্দ্রীয় কমিটি, জুলহাস উদ্দিন মাস্টার সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ,হবিরবাড়ী ইউনিয়ন, আলহাজ্ব মোঃ আবদুর রশিদ, নির্বাহী পরিচালক, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন, সাখাওয়াত হোসেন সেলিম যুগ্ম-সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবকলীগ,ভালুকা, স্থপতি আলী হোসাইন আওয়ামীলীগ নেতা, আলহাজ্ব আবুল কালাম আজাদ বিশিষ্ট শিল্পপতি, লুৎফে ওয়ালী রাব্বানী কার্যকরি সভাপতি, আঞ্চলিক শ্রমিকলীগ ভালুকা,
অনুষ্ঠানে হবিরবাড়ীর তিন গর্ব কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেদ সদস্য তোফায়েল আহম্মেদ সফিক, বর্তমান কমিটির মোঃ মিনার হোসেন ও জজ মিয়াকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।