ভালুকায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ভালুকায় অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। রোববার (১০ এপ্রিল) রাতে উপজেলার জামিরদিয়া দক্ষিণ পাড়ার একটি কলা বাগান থেকে গলায় দড়ি পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় জামিরদিয়া দক্ষিণ পাড়ার দুলাল উদ্দিন ওরফে দুলুর কলা বাগানে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হযরত আলী সঙ্গীয় পুলিশ নিয়ে লাশটি উদ্ধার করেন। মৃত ব্যক্তির পড়নে ছিল কালো-সাদা চেক শার্ট, সাদা চেক লুঙ্গী, তার গায়ের রঙ কালো, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই যুবকটির কোন পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ওসি (তদন্ত) মোঃ হযরত আলী জানান, গলায় রশি দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো লাশের পরিচয় মেলেনি।