খেলাধূলা

আইপিএলে আজ মুস্তাফিজের খেলা!

স্পোর্টস ডেস্ক: দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের একাদশে ছিলেন না সাকিব আল হাসান। শাহরুখ খানের দলে বিশ্বসেরা অলরাউন্ডারের দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। সাকিবকে আইপিএলের নবম আসরের প্রথম ম্যাচে খেলতে দেখা যায়নি। তবে ‘বিস্ময়কর বোলার’ মুস্তাফিজুর রহমানকে আজ খেলতে দেখা যেতে পারে।

বেঙ্গালুরুতে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ক্রিকেট যুদ্ধে নামছে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। সাকিব, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক রাজ, মোহাম্মদ আশরাফুলদের দেখানো পথে আইপিএলে নাম লেখান মুস্তাফিজ।

২ লাখ ৪ হাজার ডলার পারিশ্রমিকে মুস্তাফিজকে কিনে নেয় হায়দ্রাবাদ। দলটির অধিনায়ক অস্ট্রেলিয়ান ড্যাসিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। রয়েছেন সুইং মাস্টার ৩৭ বছর বয়স্ক আশিষ নেহরা। এছাড়াও রয়েছেন যুবরাজ সিংয়ের মতো তারকা ক্রিকেটার। রয়েছেন নিউজিল্যান্ডে ও ওয়ানডে অধিনায়ক কেন উইলিয়ামসন, বাঁ হাতি পেসার ট্রেন্ট বুল্ট। এমন দল নিয়ে এবার কতদূর যাবে সানরাইজার্স হায়দ্রাবাদ সময় বলবে। দলের পারফরম্যান্স যাই হোক না কেন, বাংলাদেশের ১৬ কোটি ক্রিকেটপ্রেমী তাকিয়ে থাকবে মুস্তাফিজের দিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button