বায়োমেট্রিক পদ্ধতিতেই সিম নিবন্ধন করতে হবে
ঢাকা :বায়োমেট্রিক বা আঙ্গুলের ছাপ পদ্ধতিতে সিম নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। ফলে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধন করতে হবে। মঙ্গলবার এ রায় দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একেএম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ।তবে সিম নিবন্ধনে তথ্য সংগ্রহে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত।
আদালত তার রায়ে বলেছেন, সিম নিবন্ধনে গ্রাহকের আঙ্গুলের ছাপ নেয়া হচ্ছে তা শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে সংরক্ষন করতে হবে। যাতে গ্রাহকের ব্যাক্তিগত গোপনীয়তার তথ্য কোনো ভাবেই অপব্যবহার না হয়। গ্রাহকের এ গোপনীয়তার তথ্য যেহেতু জাতীয় সার্ভারে সংরক্ষন থাকে, সেহেতু তা নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।
হাইকোর্ট রায়ে আরো বলেছে যে বায়েমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের ক্ষেত্রে বিটিআরসি যে সব নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো কঠোরভাবে মেনে চলছে বলা হয়েছে। আদালত তার আদেশে বলেছেন বায়োমেট্রিকের তথ্য অপব্যবহার করা হলে মোবাইল অপারেটরকে যে ৩০০ কোটি টাকা জরিমানার কথা বলা হয়েছে সে ক্ষেত্রে সরকারকে কঠোর হতে বলা হয়েছে।
এর আগে গত রোববার বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কার্যক্রম নিয়ে করা রিটের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছিল হাইকোর্ট। এই রিটের পক্ষে শুনানিতে অংশ নেন অনিক আর হক। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।