মিডিয়া দেশ-বিদেশ

শফিক রেহমানকে গ্রেফতারে সাংবাদিকদের নিন্দা

বিশিষ্ট সাংবাদিক,সাহসী কলামিস্ট শফিক রেহমানকে বিনা ওয়ারেন্টে আকষ্মিকভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নবিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নডিইউজে’র নেতৃবৃন্দ।

বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন হারুন ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজে সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এক যুক্ত বিবৃতিতে বলেন, সাংবাদিক পরিচয়ে সাক্ষাতকার নেয়ার কথা বলে বাসায় ঢুকে অভিনব ও নাটকীয় কায়দায় যেভাবে একজন অশীতিপর সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে তা কেবল নিন্দনীয়ই নয়, ঘৃণ্য ও ন্যাক্কারজনক।

সাংবাদিকের ভুয়া পরিচয় দিয়ে বাসায় ঢুকে গ্রেফতার করে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ভিন্নমত দলনে আরেকটি নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছে। এ ঘটনায় শুধু সাংবাদিক সমাজই নয়, দেশের বিবেকবান মানুষ উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।

গ্রেফতারের সময় কোন ওয়ারেন্ট না দেখিয়ে এবং পরে পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করা হয়েছে বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এর আগে প্রায় একই কায়দায় আমার দেশএর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, বিএফইউজে’র সভাপতি ও ইকোনমিক টাইমস সম্পাদক শওকত মাহমুদকে গ্রেফতার করে একের পর এক মামলায় জড়িয়ে দীর্ঘ দিন কারাগারে আটকে রাখা হয়েছে। সব মামলায় জামিন পাওয়ার পরও তাদের মুক্তি না দিয়ে বার বার শ্যোন অ্যারেস্ট করা হচ্ছে।

নেতৃবৃন্দ অবিলম্বে মাহমুদুর রহমান, শওকত মাহমুদ, শফিক রেহমানসহ সাংবাদিকদের মুক্তি দেয়ার দাবী জানান। একই সঙ্গে সাংবাদিক দলন, নির্যাতন বন্ধ করে, সাগররুণীসহ সব সাংবাদিক হত্যার বিচার এবং বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button