শীল্প- সাহিত্য- সংস্কৃতি ও বিজ্ঞান বিয়ষক বৈঠক চতুরঙ্গের শুভ যাত্রা
ময়মনসিংহ সংবাদদাতা: “বাংলা কবিতায় নববর্ষ” শীর্ষক আলাচনার মধ্য দিয়ে শীল্প- সাহিত্য- সংস্কৃতি ও বিজ্ঞান বিয়ষক বৈঠক চতুরঙ্গের শুভ যাত্রা। শিল্পের কাব্যের রাজধানী ময়মনসিংহ। ব্রহ্মপুত্রের জলে প্রবাহ সাহিত্যের ধ্বনি প্রতিধ্বনি প্রতিনিয়ত কবি মনকে করে তুলে কাব্যময় ও রঙ্গময়। শুধু তাই নয়, এ শহরের মায়ায় যে পড়েছে তার প্রাণময় চেতনা-বিবেক এক শিল্প সত্বায় উথোলিত। ১৫/৪/১৬ ইং তারিখ শুক্রবার ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদ এর সাপ্তাহিক বৈঠক চতুরঙ্গ অনুষ্ঠিত হয় জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি নাট্যকার ও আবৃত্তির প্রাণ পুরুষ ফেরদৌস হীরা। উক্ত আলোচনায় উপস্থিতিদের মধ্য থেকে আলোচনা করেন কবি ও নাট্যজন জাফর সাদেক, কবি সুমি সরকার, কবি রিয়েল আবদুল্লাহ, আল মামুন, কবি মোজাম্মেল হক, কবি রওশন আরা খান, কবি কাঙাল শাহীন প্রমুখ। বিশেষ আলোচনা উপস্থাপন করেন কবি প্রবাল রায়হান। বাঙালির রন্দ্রে রন্দ্রে যে নববর্ষ প্রবাহ তা কেবল কবি সাহিত্যকদের কবিতা-প্রবন্ধ ও গল্পেও তা লিখে শেষ করা যাবে না আলোচনায় উঠে আসে। সবশেষে উপস্থিত কবিদের স্ব রচিত কবিতা পাঠের মধ্য দিয়ে চতুরঙ্গের সঞ্চালক কবি রাশিদ আহম্মেদ আগামী বৈঠকের আমন্ত্রন জানিয়ে অনুষ্ঠানেরর সমাপ্ত ঘোষনা করেন।