১৫ বছর পর মৌ ও নোবেল
শাড়ি পরে এক নারী বসে আছেন রেস্টুরেন্টে। এমন সময় হাতে কিছু ফুল ও উপহার নিয়ে সেখানে সুদর্শন এক পুরুষ হাজির। পুরনো সম্পর্ককে নতুন করে জোড়া দেয়ার চেষ্টা তার। কিন্তু নারীটি কি সায় দেবে সরল ভালোবাসায়? নাকি তার জন্য থাকছে অন্য কোন পরামর্শ?
এ ভাবেই দেশের সবচেয়ে জনপ্রিয় মডেল জুটি নোবেল আর মৌকে পনেরো বছর পর দেখা যাবে নতুন এক বিজ্ঞাপন চিত্রে। বিজ্ঞাপনটি তৈরি হচ্ছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ‘উইন ব্যাক’ অফারের জন্য।
শনিবার রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে বিজ্ঞাপনটির শুটিংয় হয়। প্রিয়জনের ফিরে আসার গল্প দিয়ে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন কিবরিয়া ফারুকী।
বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা কিবরিয়া ফারুকীর বলেন, ‘খুব সকালে শুটিং শুরু করেছি। একটার মধ্যে কাজ শেষ হয়ে গেছে। অভিজ্ঞ ও পেশাদার শিল্পীদের নিয়ে কাজ করার মজাই অন্য রকম। আমার বিশ্বাস, দর্শক ভিন্নধর্মী কিছু দেখবেন।’
বিজ্ঞাপন প্রসঙ্গে নোবেল বলেন, ‘আজকে যে বিজ্ঞাপনটির শুটিং হলো, এটি রবি’র একটি প্রডাক্ট। গল্পটা দারুণ। তাই আমরা (নোবেল-মৌ) একসঙ্গে কাজ করছি।’
এদিকে মৌ বলেন, ‘বিজ্ঞাপনের ক্ষেত্রে এখন একটা পরিবর্তন এসেছে। আমরা নিজেরাও এ ধরণের কাজে অভ্যস্ত, সেটি হলো সংলাপ নির্ভরতা। আগে গ্ল্যামারটা বেশি গুরুত্ব দেয়া হতো, এখন সংলাপের গুরুত্ব বেশি। ভালো গল্প হলে ভালো বিজ্ঞাপন হয়।’
প্রায় এক যুগ আগে নোবেল-মৌ জুটি বেঁধে একটি সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছিলেন। সবশেষ ‘হাইওয়ে’ নামের একটি নাটকেও তারা একসঙ্গে অভিনয় করেছেন।
আগামী ২১ এপ্রিলের পর যেকোন সময় থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।