ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির বর্ষপূর্তি উদযাপন
ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে একুশে টিভির বর্ষপূর্তি উদযাপন। আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার হল রুমে একুশে টিভির জন্মদিন পালন করা হয়।
একুশে টিভি ভালুকা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাব সভাপতি এস.এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ আলোচনা সভায়- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল আহসান তালুকদার প্রধান অতিথি’র বক্তৃতা করেন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন-অর-রশিদ, ভালুকা উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী আব্দুর রহমান, এ্যাপোলো কম্পিউটার অব ইনস্টিটিউটের অধ্যক্ষ এ.আর এম সামসুর রহমান, প্রেসক্লাব ভালুকার সভাপতি এ.বি.এম জিয়া উদ্দিন বাশার। এ সময় আরো উপস্থিত ছিলেন সুরবীণা সাংস্কৃকিত সংস্থার নির্বাহি পরিচালক সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন তালুকদার, প্রেসক্লাব ভালুকার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফুরাত, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পাপ্পু।
বক্তারা একুশে টিভির সংবাদ ও অনুষ্ঠানমালার প্রশংসা করে চ্যানেলটির সাফল্য কামনা করে এর দীর্ঘায়ু কামনা করেন। এছাড়াও রাজনৈতিক সংগঠন, সাংবাদিক, বিশিষ্ট ব্যাক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ একুশে টিভিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রেসক্লাব সদস্য মোঃ জিল্লুর রহমান জাহিদ। আলোচনা সভা শেষে ১৭তম বর্ষে পদার্পণে কেক কেটে জন্ম দিন উদযাপন করেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের ২য় পর্বে সৃষ্টি শিল্পকলা একাডেমি ও সুরবীণা সাংস্কৃতিক সংস্থার সংগীত শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন সৃষ্টি শিল্পকলা একাডেমির স্গংীত পরিচালক ও বিটিভির শিল্পী মোঃ নজরুল ইসলাম বাবু, সুর লহরী বিদ্যালয়ের নির্বাহী পরিচালক বাবু প্রবীর ভৌমিক।