খেলাধূলা

‘শক্তিশালী মেয়েরাই বেশি সুন্দরী’

নারী ক্রীবিদদরা নাকি সুন্দরী হয়না। অনেকের কাছ থেকে এমনটা শোনা গেলেও আসল খবর হচ্ছে নারী ক্রীড়াবিদদরাও নিজেদের সুন্দরের চর্চা করে থাকেন। উদাহরণস্বরপ অনেকের নামই বলা যায়। তাদের মধ্যে মারিয়া শারাপোভা এবং ভারতের হার্টথ্রব টেনিস তারতা সানিয়া মির্জা। নিজের সৌন্দর্য্যরে গোপন রহস্যের কথাও শনিবার তিনি সাংবাদিকদের বলেন। নারী ক্রীড়াবিদরা নিজেদের সৌন্দর্য্য ফুটিয়ে তুলেননা এমন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আসলে ঠিক নয়। নারী ক্রীড়াবিদরা প্রত্যেকে নিজেরে রুপ চর্চার ব্যাপারে সচেতন। বিষেষ করে হাল্কা দেহের অধিকারী মেয়েরা।‘

দেখা গেছে তুলনামূলকভাবে টেনিসের মেয়েরাই বেশি সুন্দরী। সেরেনা উইলিয়ামসের চেহারার গড়ন হয়তো আহামরি নয়, তবে বিশ্বের অনেক সুন্দরী রমনীর তুলনায় তার ভিন্নমাত্রার সৌন্দর্য্য রয়েছে। যেমন টেনিস খেলে অথবা ভারোত্তোলন নারীরা অন্যদের তুলনায় একটু বেশি আকর্ষনীয় হয়। সানিয়া মির্জাও সেটার ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘যারা খেলাধূলা করেনা কিংবা পাতলা চেহারার নারীরা মোটেও সুন্দরী নয়। বরং শক্তিশালী নারীরা বেশি সুন্দরী। বিশেষ করে টেনিসের জন্য অনেক ফিটনেস প্রয়োজন হয়। তারা অনেক বেশি শক্তিশালীও হয়। জিমে সময় কাটার পাশাপাশি নিজের রুপ চর্চার ব্যাপারেও সে সচেতন থাকে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button