খেলাধূলা

জেনে নিন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ সম্পর্কে ১২টি তথ্য

ভালুকা নিউজ ডট কম; ডেস্ক: হালের ক্রিকেট আর মুস্তাফিজুর রহমান যেন একাকার। ক্রিকেট নিয়ে আলোচনা হচ্ছে তো এই ‘কাটার মাস্টার’ সেখানে নেই- এমনটি কল্পনাই করা যায় না। তাই তার সম্পর্কে জানারও আগ্রহও কারর কম নেই। তাই পাঠকদের জন্য এই টাইগার সেনসেশন সম্পর্কে ১২টি তথ্য তুলে ধরা হলো।
১. বাংলাদেশের সাতক্ষীরায় ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর জন্ম মুস্তাফিজের।

২. ব্যাটসম্যানদের আতংক এই বাঁহাতি পেসার কিন্তু স্বপ্ন দেখতেন ব্যাটসম্যান হওয়ার।

৩. ঢাকায় অনূর্ধ্ব ১৭-এর একটি ম্যাচে প্রথম নজর কাড়েন মুস্তাফিজ। এর পর শের-ই-বাংলা স্টেডিয়ামে বোলিংয়ে ট্রায়াল দিয়ে জাতীয় দলে সুযোগ পান।

৪. বাড়ি থেকে ৪০ কিলোমিটার দূরে ফেরিঘাট পর্যন্ত ভাইয়ের বাইকে চেপে প্র্যাকটিসে আসতেন তিনি।

৫. মুস্তাফিজের বাবা ক্রিকেটের একজন বিরাট ফ্যান। ছয় ভাইয়ের মধ্যে তিনিই সবচেয়ে ছোট।

৬. খুলনা ডিভিশনের হয়ে ঠিক দুবছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশ মুস্তাফিজের। প্রথম ম্যাচে নিয়েছিলেন এক উইকেট।

৭. লিগ অবশ্য খুব ভালোভাবেই শেষ করেন তিনি। ১৮.০৩ গড়ে নেন ২৬ উইকেট।

৮. পাকিস্তানের বিরুদ্ধে টি২০-তে সুযোগ পেয়েই জাত চেনান তিনি। ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ২ উইকেট।

৯. তার সেরা অস্ত্র ‘স্লোয়ার অফ কাটার’ তিনি প্রথম ব্যবহার করেন অনূর্ধ্ব-১৯ এর ট্রেনিং ক্যাম্পে।

১০. গত বছর জুনে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে-তে আত্মপ্রকাশ ঘটে ‘কাটার মাস্টার’র। প্রথম সুযোগেই ৫ উইকেট নিয়ে চমকে দেন সবাইকে।

১১. মুস্তাফিজের আইডল পাকিস্তানের পেসার মোহম্মদ আমির।

১২. এখন পর্যন্ত খেলা ৯টি ওয়ানডেতে ২৬টি উইকেট নিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button