ভালুকায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে মারধর
ভালুকা নিউজ ডট কম: ভালুকায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বড় ভাইকে মারধর করেছে বখেটেরা। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার সোনার বাংলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণীর ছাত্রী কে স্কুলে যাওয়া আসার পথে হবিরবাড়ি লবনকোঠা গ্রামের বাবুল মিয়ার বখাটে ছেলে সাব্বির (১৮) প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ছাত্রীর পিতা বখাটের পরিবারকে বার বার জানানোর পর বখাটের পিতা বাবুল মিয়া উল্টো ছাত্রীর পিতা কে হুমকী দেয়। এ ঘটনায় রোববার সকালে স্কুল ছাত্রীর বড় ভাই গাজীপুর ভাওয়াল বদরে আলম কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রুবেল ওই বখাটেকে জিজ্ঞাস করে। এরই জের হিসেবে কিছুক্ষণ পর বখাটে সাব্বির তার দলবল নিয়ে রুবেলের উপর হামলা চালায়। এ সময় তারা লোহার রড দিয়ে পিটিয়ে রুবেলকে মারাত্মক ভাবে আহত করে। পরে তাকে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে তিনি ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদকে ব্যবস্থা নেয়ার জন্য বলেন।
নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার সাংবাদিকদের জানান, অভিযোগটি থানায় পাঠানো হয়েছে এবং ওই বখাটেসহ তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে।