ক্যাম্পাস

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

মেহেদী জামান লিজনঃ ময়মনসিংহের ত্রিশাে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগ’ এর আয়োজনে গতকাল মঙ্গলবার আমের চারা রোপন করে বার্ষিক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো: মাহবুব হোসেন, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো: ফজলুল কাদের চৌধুরী, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা প্রমূখ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ), উপাচার্য দপ্তরের এস.এম. হাফিজুর রহমান জানান, বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধনী দিনে বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষরোপন করা হয়। চলতি মৌসুমে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি মোট একহাজার বৃক্ষরোপন করা হবে। বৃক্ষরোপন কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইজ্ঞিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. আশরাফ আলী সিদ্দিকী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button