ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদে কবি মাছুমা টফি একা’র জন্মদিন
কাঙাল শাহীন, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগীয় সাহিত্য পরিষদের আয়োজনে শুক্রবার (২৯ এপ্রিল) বিকাল ৪টায় ময়মনসিংহ জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে শিল্পের দেবী কাব্য ও কথাকোবিদ কবি মাছুমা টফি একা’র ২৯তম জন্মদিন উৎযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন কবি ড. জসিম উদ্দিন শেখ। কবি টফির প্রকাশিত বই থেকে কবিতা আবৃত্তি নানা পংক্তির উপমা বিষয়ক ব্যঞ্জনা উপস্থাপনা করেন কবি ড.জসিম উদ্দিন শেখ, কবি জসীম উদ্দিন মুহাম্মদ, কবি জাফর সাদেক, কবি রিয়েল আবদুল্লাহ আল মামুন, কবি কাঙাল শাহীন, কবি আবুল বাশার শেখ।
কবি টফিকে নিয়ে নিবেদিত কবিতা পাঠ করেন কবি ও বিশিষ্ট ছড়াকার আলী ইউসুফ, কবি শরীফ মল্লিক, কবি সাদাফ আমিন, কবি শরিফুল আলম।
উপস্থিত কবি বন্ধুদের মধ্য থেকে কবি টফিকে নিয়ে অনুভূতি ব্যক্ত করেন কবি নজরুল মল্লিক কবি শহিদ আমিনী রুমি, কবি খালেদ হোসেন, কবি নীহার লিখন, কবি সুমি সরকার, কবি নাজনীন লাকী, কবি প্রবাল রায়হান, কবি জুলহাস উদ্দিন ও গান গেয়ে মুগ্ধকরে তুলে কবি ও শিল্পী হিরক সিঙ্গার এবং আরো অনেকেই। অবশেষে কবি টফির জন্মদিনেরর কেক কাটার মধ্যদিয়ে সঞ্চালক কাঙাল শাহীন আগামী বৈঠকের আমন্ত্রন জানিয়ে জন্মদিনের অনুষ্ঠানের সমাপ্তি হয়।