ভালুকায় ছিনতাইকারী গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন

ভালুকা উপজেলার সোয়াইল গ্রামে মটরসাইকেল চালক মোঃ মোশারফ হোসেন কে ছুরিকাঘাত ও এলোপাথারী মারধর করে মটরসাইকেল ছিনতাই করার প্রতিবাদে ও ছিনতাইকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মঙ্গলবার সকালে উপজেলার সোয়াইল শান্তির বাজারে প্রায় ৫ শতাধিক এলাকাবাসী মানব বন্ধন করে।
জানা যায়, ২৯ এপ্রিল রাতে বান্দিয়া গ্রামের মোঃ কিতাব আলী ফকিরের ছেলে মোঃ কয়েস মিয়া (২২) সোয়াইল গ্রামের মোঃ গোলাপ হোসেনের ছেলে মোঃ মোশারফ হোসেন (৩২) এর মোটরসাইকেল ভাড়া নিয়ে যাওয়ার পথে চালক মোশারফকে ছুরিকাঘাত ও মারধর করে মটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে। মোশারফের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরই প্রতিবাদে স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহ্জাহান খানের নেতৃত্বে মানব বন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, অনতিবিলম্বে ছিনতাইকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তী দিত হবে ।এ ঘটনায় মোশারফের মা জোবেদা খাতুন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।