ভালুকায় বিশ্ব “মা’ দিবসে মা-দের নিয়ে গল্প বলা প্রতিযোগিতা ও আলোচনা সভা
ভালুকা নিউজ ডট কম: ভালুকায় (৮মে) রবিবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বিশ্ব মা দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মা ও সন্তানদের নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, সহকারী কমিশনার মোঃ সাখাওয়াত হোসেন, পানি সম্পদ কর্মকর্তা হেলাল উদ্দিন, শিক্ষা অফিসার শহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী প্রমুখ। পরে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা ‘মা,দের নিয়ে গল্প বলা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন হালিমুন নেছা চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নিতু রানী ও মানছিয়া আক্তার, তৃতীয় স্থান অধিকারী আশকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী বর্ষা আক্তার। উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।