ময়মনসিংহ শিক্ষা বোর্ড স্থাপন প্রক্রিয়াধীন
ময়মনসিংহ প্রতিবেদক: দেশের অস্টম বিভাগ ময়মনসিংহ। নাগরিক সুযোগ সুবিধায় প্রাকৃতিক সুন্দর্যে ময়মনসিংহ অন্যন্য। সে সাথে সারা বাংলাদেশে ময়মনসিংহ শিক্ষা নগরী হিসেবে পরিচিত। ময়মনসিংহে একটি শিক্ষা বোর্ড স্থাপনের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। দেশের অন্তত চারটি শিক্ষা বোর্ডের চেয়ে বৃহত্তর ময়মনসিংহে শিক্ষার্থী বেশি থাকায় বোর্ড স্থাপন যৌক্তিক বলে মনে করেন এই অঞ্চলের মানুষ। নবগঠিত ময়মনসিংহ বিভাগের কমিশনার জানান, শিক্ষা বোর্ড স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন।
এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ, বরিশাল বোর্ডে ৭১ হাজার, সিলেট বোর্ডে ৭৪ হাজার এবং যশোর বোর্ডে এক লাখ ৩১ হাজার। আর বৃহত্তর ময়মনসিংহে এ সংখ্যা এক লাখ সাড়ে ৩২ হাজার। এ ছাড়া গত জেএসসি পরীক্ষায় ৪টি শিক্ষাবোর্ডের চেয়ে বেশী পরীক্ষার্থী ছিলো এই অঞ্চলে। শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের আধিক্যের কারণে জোরালো হয়ে উঠেছে ময়মনসিংহে শিক্ষাবোর্ড স্থাপনের দাবি।
শিক্ষাবোর্ড হলে এই অঞ্চলের শিক্ষক ও শিক্ষার্থীরা যেমন উপকৃত হবেন তেমনি রাজধানী ঢাকার ওপরও চাপ কমবে বলে মনে করেন শিক্ষাবোর্ড বাস্তবায়ন কমিটির নেতারা।
ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন বলেন, ‘ময়মনসিংহ শিক্ষাবোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ৪২ শতাংশ। এই পরিসংখ্যানও প্রমাণ করে বৃহত্তর ময়মনসিংহবাসীর প্রাণের দাবি ময়মনসিংহ শিক্ষাবোর্ড স্থাপনের বিষয়টি বাস্তবায়ন করা খুবই জরুরি।’
নবগঠিত ময়মনসিংহ বিভাগের কমিশনার জি. এম. সালেহ উদ্দিন জানান, ময়মনসিংহে শিক্ষাবোর্ড স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে।
বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় কলেজ, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের প্রায় ২ হাজার ৮শ’ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।