ভালুকায় উৎসাহ উদ্দীপনায় নৌকার মাঝি তোফায়েল আহম্মেদ বাচ্চুকে বরণ
ভালুকা নিউজ ডট কম: ভালুকা উপজেলায় রোববার (৮ মে) রাতে আসন্ন ১০ নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তোফায়েল আহম্মেদ বাচ্চুকে বরণ করে নিলো হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠন। মনোনয়নপ্রাপ্ত হয়ে ঢাকা থেকে নিজ এলাকায় আসার পথে ময়মনসিংহের প্রবেশদ্বার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে দলীয় শত শত নেতা কর্মী তাঁকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে বরণ করে নেয়। পরে মিছিলসহ দলীয় নেতা কর্মীরা তোফায়েল আহম্মেদ বাচ্চুকে নিয়ে হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় তোফায়েল আহম্মেদ বাচ্চু তাঁর বক্তব্যে নৌকা প্রতীককে দলীয় নেতা কর্মী ও জনগণেরর মাঝে উৎসর্গ করে নিজের জন্যে নৌকা প্রতীকে ভোট চান ও সকলের সহযোগীতা কামনা করেন।
এ.এস.এম সাখাওয়াত হোসেন সেলিমের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, আব্দুর রশিদ, আবু সাঈদ, হাবিবুর রহমান বাবুল ঢালী, মো. মাহাবুব আলম, সাইফুল ইসলাম সাইদুল, সাখাওয়াত হোসেন আবির, কামরুল হাসান কানন, মহসিন সরকার সবুজ, হানিফ মোহাম্মদ নিপুণ সরকার, মিজানুর রহমান খান নয়ণ, মো. মাসুদ রানা, মনিরুজ্জামান সুমন, মো. আজিজুল হক, খলিলুর রহমান মাসুদ, আলী হোসাইন মুন্না, আবুল হাসেম খান, মো. মিনার হোসেন, মো. মিজানুর রহমান, মো. আলমাছ উদ্দিন, আলমগীর কবির, নাঈম হাসান ডালিম প্রমুখ।