ভালুকায় দু’মহিলাকে ভ্রাম্মমান আদালতে অর্থদন্ড

অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দু’মহিলাকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্মমান আদালত। বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদার প্রত্যোককে ১হাজার টাকা করে জরিমানা ধার্য্য করেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, মঙ্গলবার সন্ধায় ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকার জনৈক মনির হোসেনের ভাড়াটিয়া গৃহবধু নিপা আক্তার(২২) ও বেলী আক্তার (১৮) নামে ২ জনকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক করে র্যাব-১৪ ও ভালুকা মডেল থানা পুলিশ।পরে বুধবার দুপুরে তাদেরকে ভ্রাম্মমান আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদের দু’জনকে ১হাজার টাকা করে জরিমানা ধার্য্য করেন। সাজাপ্রাপ্তরা হলো টাংঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী নিপা আক্তার ও ঠাকুরগাও জেলার কাজীহাট বটতলা গ্রামের একরামুলের মেয়ে বেলী আক্তার।
ভালুকা মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, আটককৃতরা মনিরের বাসায় ভাড়া থেকে দীর্ঘদিন যাবৎ আরও সহকর্মী নিয়ে অনৈতিক কাজ কর্ম করে আসছিল বলে অভিযোগ রয়েছে।