কবি নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা প্রদানের তালিকা চূড়ান্ত
মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জয়ন্তী উপলক্ষ্যে নজরুল গবেষণা ও নজরুল সঙ্গীতে বিশেষ অবদানের জন্য এ বছর তিনজন গুণী ব্যক্তিকে ‘নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা’ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জয়ন্তী উপলক্ষ্যে গঠিত সম্মাননা উপ-কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলমের সভাপতিত্বে নিজ অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ তালিকা চূড়ান্ত করা হয়েছে।
সম্মাননার জন্য মনোনীতরা হলেন, গবেষণায় অবদানের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক, সঙ্গীতে অবদানের জন্য শিল্পী খায়রুল আনাম শাকিল এবং বাংলাদেশের বাইরে নজরুল গবেষণায় অবদান রাখার জন্য ভারতের আজহার উদ্দীন খান’কে ‘নজরুল বিশ্ববিদ্যালয় সম্মাননা- ২০১৬’ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় উপ-পরিচালক (জনসংযোগ), উপাচার্য দপ্তররে এস.এম. হাফিজুর রহমান জানান, সভায় সম্মাননা উপ-কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. সুব্রত কুমার দে, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: হাবিবুর রহমান, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. আশরাফ আলী সিদ্দিকী, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক সিদ্ধার্থ দে, সম্মাননা উপ-কমিটির সদস্য সচিব ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো: মাহবুব হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।