জাতীয়

নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের মহা সমাবেশ অনুষ্ঠিত

 

 

কেন্দ্রিয় শহীদ মিনারের পাদদেশে নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের মহা সমাবেশ(১১ মে২০১৬)বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি অধ্যক্ষ এশারত আলীর সভাপতিত্বে এই শিক্ষক মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যায়ের ভিসি ড.আ আ ম স আরেফিন সিদ্দিক।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় সংসদ সদস্য,সাবেক আমলা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক নেতারা।বক্তাগন মাননীয় প্রধানমন্ত্রী কতৃর্ক নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরনের  প্রতি গুরত্ব আরোপ করে কর্মরত শিক্ষক-কর্মচারিদের দু:খ দুরদশা লাঘবে সরকারের সুদৃষ্টি কামনা করেন।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মোঃ নবী নেওয়াজ এমপি, মোঃ গোলাম মোস্তফা বিশ্বাস এমপি, কলামিস্ট সৈয়দ আবুল মাকসুদ, কল্যাণ ট্যাস্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, সাবেক অতিরিক্ত সচিব সিরাজ উদ্দিন আহমেদ, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ মিলন কুমার ঘোসাল, ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি আবুল কালাম,কাজী নুরুল হক,ড. বিনয় ভূষন রায়, মাসুম আলম, রাশিদুল ইসলাম।

এছাড়াও দাবীর প্রতি সমার্থন জানিয়েছেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক প্রফেস্র এম এ বারী, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি নুর মোহাম্মাদ তালুকদার, বাংলাদেশ শিক্ষক কর্মচারী মহা ঐক্যজোটের মহা সচিব বাছির উদ্দিন,বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক প্রকৌশলী কামাল হোসেন।

সভাপতি মোঃ এশারত আলী বলেন, আগামী ২৫ মে’র মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সমস্যা নিরসন করতে হবে। অন্যথায় আমরা দাবি আদায়ে সারা দেশের শিক্ষক-কর্মচারী-অভিভাবক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান।মহাসমাবেশে সারাদেশ থেকে আগত কয়েক হাজার শিক্ষক-কর্মচারি অংশ নেন। উল্লেখ্য বিগত ক‘বছর যাবৎ স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠানের শিক্ষকগন তাদের এমপিওর দাবীতে আন্দোলন করে আসছেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button